ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মূল গোলরক্ষককে ছাড়াই নেপালকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
মূল গোলরক্ষককে ছাড়াই নেপালকে হারালো বাংলাদেশ স্পষ্ট প্রাধান্য দেখিয়ে নেপালকে হারিয়েছে বাংলাদেশের ছেলেরা-ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে বাংলাদেশের ছেলেরা। ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখে বিদায় নেন বাংলাদেশের মূল গোলরক্ষক মিতুল। কিন্তু তা সত্ত্বেও ম্যাচে স্পষ্ট প্রাধান্য দেখিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

সোমবার (২৯ অক্টোবর) নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচের মাত্র ২ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। মেহেদি হাসানের ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ হেডে নেপালের জাল খুঁজে নেন ইবনে আহাদ শাকিল।

ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় নেপাল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন নেপালের নামাস থাপা মাগার। এর কিছুক্ষণ পর ব্যবধান দিগুণ করার সুযোগ পেয়ে যান রাজন হাওলাদার। কিন্তু তার শট নেপালের ক্রসবারে লেগে ফিরে আসে।

প্রথমার্ধের ৩৪ মিনিটে নেপালের এক খেলোয়াড়কে নিজেদের ডি-বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। পেনাল্টি থেকে গোল করেন নেপালের জান লিম্বু। দশ জনের দলে পরিণত হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে রাজনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এই জয়ে গ্রুপের সেরা হয়েই সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারত।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।