ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তারকাবিহীন বার্সার কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
তারকাবিহীন বার্সার কষ্টার্জিত জয় তারকাহীন বার্সার কষ্টার্জিত জয়-ছবি: সংগৃহীত

সদ্যই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারানোর সুখস্মৃতি নিয়ে স্প্যানিশ দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা দেল রে’তে নেমেছিল বার্সেলোনা। তবে আসরটির সেরা বত্রিশের প্রথম লেগে শেষ মুহূর্তের নাটকীয়তায় কষ্টার্জিত এক জয় নিয়ে মাঠ ছাড়ে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা। তৃতীয় সারির দল কালতুরাল লিওনেসাকে ১-০ গোলে হারায় বার্সা।

বুধবার রাতে লিওনেসার মাঠ স্তাদিও মিউনিসিপাল রেইনো দি লিওনে অতিথি হিসেবে খেলতে যায় বার্সা। যদিও রিয়ালকে হারানোর ম্যাচের প্রায় কেউই ছিলেন না এ ম্যাচে।

তবে আধিপত্য বিস্তার করে খেলেও শেষ পর্যন্ত যোগ করা সময়ে সান্ত্বনার একটি গোল পায় কাতালান শিবির।

ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলের দেখা পায় বার্সা। উসমান দেম্বেলের দারুণ ফ্রি কিকে হেডের মাধ্যমে গোলটি করেন বদলি হিসেবে নামা ফরাসি ডিফেন্ডার ক্লেমোঁ লংলে।

দুই মিনিট পর লিওনাসের সের্হিও মার্কোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। কিন্তু আর কোনো গোল আদায় করে নিতে পারেনি বার্সা।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।