ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে শীর্ষ তিনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
জয়ে শীর্ষ তিনে আর্সেনাল আর্সেনালের জয়। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে আর্সেনাল। এ জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে উনাই এমেরির দল।

সোমবার (০১ এপ্রিল) দিবাগত রাতে এমিরেটস স্টেডিয়ামে অ্যারন র‌্যামজি ও আলেকসঁদ লাকাজেতের গোলে ২-০ গোলে জয় পায় আর্সেনাল। সেপ্টেম্বরের প্রথম লেগে নিউক্যাসলের মাঠেও ২-১ গোলে জয় নিয়ে ফিরেছিলো আর্সেনাল।

ম্যাচের ৩০তম মিনিটেই র‌্যামজির গোলে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট করলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

৮৩তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান লাকাজেত। আর সে সুযোগ নষ্ট করেননি ফরাসি ফরোয়ার্ড। ঘরের মাঠে লিগে টানা দশম জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

৩১ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে তৃতীয় স্থানে ওঠা আর্সেনালের পয়েন্ট ৬৩।
চার নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।