ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

সুন্দর ফুটবল খেলে শিরোপা জিততে চায় তেরেঙ্গানু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
সুন্দর ফুটবল খেলে শিরোপা জিততে চায় তেরেঙ্গানু তেরেঙ্গানু কোচ ও অধিনায়ক (ডানে) ছবি: উজ্জ্বল ধর

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা জয় থেকে নিঃশ্বাস দূরত্বে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু। অবশ্য সেই শিরোপা জয় করতে হলে কঠিন এক পরীক্ষায় নামতে হবে তাদেরকে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার ফাইনালে যে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চট্টগ্রাম আবাহনী! অবশ্য শিরোপা জয়ের চেয়ে সুন্দর খেলা উপহার দেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন তেরেঙ্গানু কোচ মোহাম্মদ নাফুজি বিন জেইন।

ফাইনালের আগে বুধবার (৩০ অক্টোবর) অপরাহ্নে টুর্নামেন্টের একমাত্র ভেন্যু চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এলেন তেরেঙ্গানু কোচ নাফুজি বিন জেইন এবং অধিনায়ক লি অ্যান্ড্রু টাক। টুর্নামেন্টে এখন পযর্ন্ত সফল দল তেরেঙ্গানু।

‘বি’ গ্রুপে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শেষ চারের টিকেট কাটে তারা। এরপর সেমিফাইনালে কলকাতার ক্লাব মোহনবাগানকে ৪-২ ব্যবধানে উড়িয়ে ফাইনালে ওঠে নাফুজির দল। গোলের হিসেবেও সবার চেয়ে এগিয়ে তেরেঙ্গানু। তবে ফাইনালে নিজেদের আন্ডারডগই ভাবছেন কোচ নাফুজি।

লক্ষ্যটা শিরোপা জয় হলেও সুন্দর খেলা উপহার দিয়ে সবার হৃদয় জয় করতে চান তেরেঙ্গানু কোচ, ‘আগামীকাল আমরা ফাইনাল খেলতে নামছি। আমার লক্ষ্য শিরোপা অর্জন। আমি আশাকরি, আগামীকাল খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। আমি জানি, স্বাগতিক দলের বিপক্ষে খেলাটা খুব সহজ হবে না। আমরা আমাদের খেলাটা খেলতে চাই। আমার দল আন্ডারডগ হিসেবে মাঠে নামবে। তবে আমরা সুন্দর খেলা উপহার দিতে চাই। সেই সঙ্গে এই টুর্নামেন্টের শিরোপা জিততে চাই। ’

কোচ নাফুজি নিজেও ফুটবলার ছিলেন। এখন সামলাচ্ছেন তেরেঙ্গানুর ডাগআউট। তিনি দলটির দায়িত্ব নিয়েছেন বেশিদিন হয়নি। কয়েক মাস গড়াতে যাওয়া কোচিং ক্যারিয়ারটা নাফুজি শুরু করেছিলেন সহকারী-কোচ হিসেবে। তবে বর্তমানে লি টাক-ব্রুনো সুজুকিদের দায়িত্ব নেওয়ার পর সফলই বলা যায় তাকে। কারণ এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসে ফাইনালে উঠেছে তেরেঙ্গানু। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ জিতলে নাফুজিও প্রথমবারের মতো স্বাদ পাবেন কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের। তবে এসব নিয়ে খুব একটা ভাবতে চান না তিনি।

কথাবার্তায় বেশ অমায়িক কোচ নাফুজির চিন্তা শিরোপা জয়ের পাশাপাশি সুন্দর ফুটবল উপহার দেওয়ার। বারবার একই কথা জানিয়ে দিলেন তিনি। সেই সঙ্গে ফাইনালে চট্টগ্রাম আবাহনী যে ভালো খেলে ফাইনালে উঠেছে তাও আরেকবার স্বীকার করলেন কোচ নাফুজি, ‘আমার মতে, স্বাগতিক দল ফাইনালের যোগ্য এবং আমরাও। এই টুর্নামেন্টে উভয় দল ভালো ফুটবল খেলেছে। আমরাও ম্যাচ বাই ম্যাচ খেলায় উন্নতি করেছি। আমরা গ্রুপ পর্বে এবং সেমিফাইনালে ভালো ফুটবল খেলেছি। ফাইনালে আমরা আনন্দ দিতে চাই। আমাদের মূল উদ্দেশ্য সুন্দর ফুটবল খেলে সবাইকে আনন্দ দেওয়া। আমার খেলোয়াড়দের বলেছি, সুন্দর ফুটবল খেলতে এবং খেলাটাকে উপভোগ করতে। ’

কোচ নাফুজির মতো তেরেঙ্গানু অধিনায়ক লি টাকও যেন সুন্দর ফুটবলের পুজারি। স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ফাইনাল যে সহজ হবে না তাই জানালেন ইংলিশ প্লে-মেকার, ‘আমি মনে করি, আগামীকাল চমৎকার এক ফাইনাল হবে। দু’দলই চমৎকার ফুটবল খেলেছে। তবে স্বাগতিকদের বিপক্ষে তাদের মাঠে খেলাটা আমাদের জন্য সহজ হবে না। তাই আগামীকালকের ম্যাচটিতে আমাদের বাড়তি কষ্ট করতে হবে। এটা চমৎকার এক টুর্নামেন্ট। চট্টগ্রাম আবাহনী অত্যন্ত শক্ত দল। তারা ফাইনালের আগে দুই দিন সময় পেয়েছে। সেদিক থেকে তারা কিছুটা এগিয়ে থাকবে। ’

টুর্নামেন্টে এখন পযর্ন্ত যে তিনটি হ্যাটট্রিক হয়েছে তার তিনটিই এসেছে তেরেঙ্গানুর দুই খেলোয়াড় লি টাক ও ব্রুনো সুজুকির কাছ থেকে। একসময় ঢাকা আবাহনীতে খেলে যাওয়া ইংলিশ মিডফিল্ডার লি টাক টানা দুই ম্যাচে পেয়েছেন হ্যাটট্রিক। তার অসাধারণ পারফরম্যান্সের কল্যাণেই ফাইনালে তেরেঙ্গানু। এখন পযর্ন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ গোল নিয়ে লি টাক আছেন গোলদাতাদের শীর্ষে। তার নিচে এক ম্যাচে ৪ গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো সুজুকি। তবে শীর্ষ গোলদাতা হওয়া বা হ্যাটট্রিক করার চেয়ে দলকে একটি আন্তর্জাতিক শিরোপা এনে দেওয়ার ইচ্ছে লি টাকের, ‘হ্যাটট্রিক করা আমার জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে আমি দলকে জেতাতে ভূমিকা রাখতে চাই। শেষ পযর্ন্ত আমরা শিরোপাটই জিততে চাই। তারা (চট্টগ্রাম আবাহনী) খুব আক্রমণাত্মক ফুটবল খেলে। আমরাও আক্রমণাত্মক ফুটবল খেলি। আশা করি, আগামীকালের ম্যাচটা খুব লড়াইপূর্ণ হবে। তবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী। ’

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।