ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রথমবার বাবা হলেন বার্সা গোলরক্ষক টের স্টেগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
প্রথমবার বাবা হলেন বার্সা গোলরক্ষক টের স্টেগান পরিবারের নতুন সদস্যের সঙ্গে স্টেগান ও তার স্ত্রী: ছবি-সংগৃহীত

প্রথমবারের মতো বাবা হয়েছেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। শনিবার (২৮ ডিসেম্বর) জন্ম নিয়েছে তার পুত্র বেন। 

টের স্টেগান এবং তার স্ত্রী দানি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।  

নিজের অফিসিয়াল টুইটারে বার্সা গোলরক্ষক সদ্য জন্ম দেওয়া সন্তান ও স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনে অবিস্মরণীয় একটি দিন।

পৃথিবীতে এবং আমাদের পরিবারে তোমাকে স্বাগতম, বেন টের স্টেগান। আমরা তোমাকে ভালবাসি। ’ 

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।