ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গ্যারান্টি দিচ্ছি, বার্সা আমার অধীনে ভালো খেলবে: সেতিয়েন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
গ্যারান্টি দিচ্ছি, বার্সা আমার অধীনে ভালো খেলবে: সেতিয়েন কিকে সেতিয়েন

অনেকদিন ধরে চলতে থাকা গুঞ্জন-সমালোচনা শেষে বার্সেলোনায় ইতি ঘটেছে আরনেস্তো ভালভার্দে অধ্যায়ের। প্রথমে চাউর হয়েছিল, স্প্যানিশ কোচকে বরখাস্ত করে জাভি হার্নান্দেজকে নিয়ে আসতে যাচ্ছে ক্যাম্প ন্যু কর্তৃপক্ষ। তবে সাবেক কাতালান কিংবদন্তি মিডফিল্ডার লিওনেল মেসি-জেরার্ড পিকেদের দায়িত্ব নেননি। তার পরিবর্তে ভালভার্দেকে চাকরিচ্যুত করে কিকে সেতিয়েনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সা। 

কাতালানদের ফুটবল দর্শনের সঙ্গে মিল থাকায় রিয়াল বেতিসের এই কোচকে নিয়োগ দেওযার কারণ হিসেবে জানায় ক্যাম্প ন্যু কর্তৃপক্ষ। কোচ সেতিয়েনও জানিয়েছেন, সামনে বার্সার আস্থার প্রতিদান দেওয়ার কথা।

 

বার্সার প্রধান কোচের নিয়োগ প্রাপ্তির পর নিজের উষ্ণ অনুভূতি প্রকার করেছেন সেতিয়েন। ক্যাম্প ন্যুয়ে এসে শুরুতেই ৬১ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেন, ‘ক্লাবকে ধন্যবাদ। যেমনটি আমার বুনো স্বপ্নের মধ্যে আমি কখনো ভাবিনি যে আমি এখানে আসবো। আজ আমার জন্য বিশেষ দিন এবং আমি কৃতজ্ঞ। আমি এই প্রজেক্ট নিয়ে খুবই রোমাঞ্চিত এবং এটা আমার জন্য চ্যালেঞ্জ। ’ 

তিনি আরও বলেন, ‘গতকাল আমি আমার শহরে হাঁটা উপভোগ করছিলাম। এখন আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের কোচিং করাতে যাচ্ছি। অবশ্যই, এই প্রস্তাব গ্রহণ করতে আমার ৫ মিনিটের বেশি সময় লাগেনি। আমি বিস্মিত হয়েছিলাম যখন তারা আমাকে ডাকলো। আমি কখনো ভাবিনি বার্সেলোনা আমার পক্ষে যাবে কারণ আমার লম্বা সিভি নেই। যা আছে তা হলো আমার দর্শন, যা আমি ভালোবাসি। ’ 

সেতিয়েন বার্সার সঙ্গে চুক্তি করেছেন ২০২০ সালের ৩০ জুন পযর্ন্ত। এই দুই বছরে কাতালানরা তার থেকে অনেক শিরোপা আশা করবে সেটাই স্বাভাবিক। সেতিয়েনও যেন প্রস্তুত ক্যাম্প ন্যুয়ের শিরোপা ক্ষুধা মেটানোর। গ্যারান্টি দিয়েছেন, তার অধীনে ভালো খেলবে বার্সা। সেই ব্যাপারে স্প্যানিশ কোচ বলেন, ‘আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি তা হলো, দল আমার অধীনে ভালো খেলবে। ’ 

নিজের দর্শন জানানোর পাশাপাশি পূর্বসূরী কোচের ব্যাপারেও পজিটিভ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন সেতিয়েন। বার্সার বিদায়ী কোচ ভালভার্দে সম্পর্কে তিনি বলেন, ‘সবসময় মনে করি, আমার কাছে ভালভার্দে অত্যন্ত সঠিক ব্যক্তি। আমি তার কাজকে মূল্যায়ন করি। আমি তার সঙ্গে কথা বলেছি এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি তাকে ধন্যবাদ জানায়, কারণ সে দলকে লিগে শীর্ষে রেখে যাচ্ছে। ‘

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।