ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে ফিলিস্তিন 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে ফিলিস্তিন  ফিলিস্তিনের গোল উদযাপন

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল ফিলিস্তিন। এবার ‘এ’ গ্রুপের আরেক দল শ্রীলংকাকে একই ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়নরা। 

শুক্রবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে লংকানদের উপর আক্রমণের ঢেউ ‍তুলে ফিলিস্তিন। তবে গোলের দেখা পাচ্ছিল না।

শেষ পযর্ন্ত ফিলিস্তিন গোলের দেখা পায় ইনজুরি সময়ে। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে আবু আরদা এবং ষষ্ঠ মিনিটে খালেদ সালেমের গোলে শেষ চারের টিকেট নিশ্চিত করে তারা।  

প্রথম ম্যাচে হারলেও অবশ্য সেমিতে যাওয়ার সুযোগ আছে শ্রীলংকার। সুযোগ আছে স্বাগতিক বাংলাদেশেরও। সেক্ষেত্রে জয় ছাড়া কোনো বিকল্প নেই দুই দলের সামনে। বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচটি ড্র হলে শেষ চার নির্ধারিত হবে টসের মাধ্যমে।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।