ছবি:সংগৃহীত
আগের ম্যাচে দারুণ খেলেও শেষদিকে পয়েন্ট হারিয়েছে। তবে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে ১-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। যদিও প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেননি গ্যাব্রিয়েল জেসুস।
প্রতিপক্ষে মাঠে খেলতে গিয়ে আক্রমণে ব্যস্ত ছিল সিটি। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না।
৩৬ মিনিটে রিয়াদ মাহারেজকে শেফিল্ড খেলোয়াড়রা তাদের ডি-বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় সফরকারীরা। তবে সেখান থেকে গোল আদায়ে ব্যর্থ হন ব্রাজিলিয়ান জেসুস।
বিরতির পরে অবশেষে গোলের দেখা পায় সিটি। ৬৭ মিনিটে বদলি হিসেবে নেমে কেভিন ডি ব্রুইনার পাসে আলতো টোকায় গোল করেন আর্জেন্টাইন তারকা আগুয়েরো। শেষ তিন ম্যাচে ৬টি গোল করলেন এই স্ট্রাইকার। আছে একটি হ্যাটট্রিকও।
লিগে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে পেপ গার্দিওলার শিষ্যরা। দুই ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।