ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদো-বোনুচ্চিদের গোলে সেমিতে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
রোনালদো-বোনুচ্চিদের গোলে সেমিতে জুভেন্টাস ছবি:সংগৃহীত

রোমাকে হারিয়ে ইতালিয়ান কাপের সেমিফাইনালে উঠেছে জুভেন্টাস। মাউরিসিও সাররি শিষ্যরা ৩-১ গোলে জয় পায়। দলের হয়ে একটি করে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো, রদ্রিগো বেন্তানকুর ও লিওনার্দো বোনুচ্চি।

বুধবার ঘরের মাঠ তুরিনে আধিপত্য বিস্তার করে খেলা জুভরা রোনালদোর গোলে ২৬তম মিনিটে এগিয়ে যায়। গঞ্জালো হিগুয়াইনের সহায়তায় কোনাকুনি শটে দলের লিড এনে দেন পর্তুগিজ অধিনায়ক।

আর ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেন্তানকুর। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে বোনুচ্চি গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতির পর ৫০তম মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে একটি গোল শোধ করে রোমা। রোমা ফুটবলার উন্দেরের শট জুভ গোলরক্ষক জিয়ানলুইজি বুফফনের হাতে লেগে জালে জড়ায়। তবে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে জুভেন্টাস ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।