ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ রক্ষা হলো না অ্যাতলেটিকো মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
শেষ রক্ষা হলো না অ্যাতলেটিকো মাদ্রিদের অ্যাতলেটিকোর বিপক্ষে লিওনেসার জয় উদযাপন: ছবি-সংগৃহীত

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের পরে স্প্যানিশ লা লিগার তৃতীয় পরাশক্তি অ্যাতলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমেও ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। দিয়েগো সিমিওনের দল বেশিদিন হয়নি সৌদি আরবে সুপারকোপার ফাইনালে বার্সার মতো দলকে হারিয়ে শিরোপা উৎসব করেছে। 

কিন্তু সেই অ্যাতলেটিকোই এবার বাঁচতে পারলো না পুঁচকে কালচারাল লিওনেসার হাত থেকে। স্পেনের সেগুন্দা ডিভিশন-বি লিগের দলটি কোপা দেল রে’র রাউন্ড ৩২ থেকে বিদায় করে দিয়েছে অ্যাতলেটিকোকে।

এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হেরেছে সিমিওনের দল।  

দু’দল প্রথমার্ধ শেষ করেছিল গোলশূন্য ব্যবধানে। তবে বিরতির পর ৬২ মিনিটে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন অ্যাঙ্গেল কোরেয়া। কিন্তু তারা সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি অ্যাতলেটিকো।  

৮৩ মিনিটে লিওনেসাকে সমতায় ফেরান হুলেন কাস্তেনেদা। পরে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১০৮ মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন সার্জিও বেনিতো।  

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।