ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাদ্রিদ ডার্বিতে বেলের ওপর ভরসা রাখেননি জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
মাদ্রিদ ডার্বিতে বেলের ওপর ভরসা রাখেননি জিদান মাদ্রিদ ডার্বিতে বেলের ওপর ভরসা রাখেননি জিদান

আরও একবার গ্যারেথ বেলকে রিয়াল মাদ্রিদের স্কোয়াড থেকে সরিয়ে দিলেন কোচ জিনেদিন জিদান। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার গুরত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ওয়েলস তারকার ওপর ভরসা রাখতে পারেননি এই ফ্রেঞ্চম্যান। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

জিদান রিয়ালের কোচ হয়ে দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর বরাবরই বেলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। ফলে নতুন বছর তারকা এ উইঙ্গার ঐতিহ্যবাহী দলটির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।

গেতাফে ও ইউনিওনিস্তাস দে সালামানকার বিপক্ষে খেলেছেন বেল।

মাদ্রিদ ডার্বিতে ১৯ সদস্যের গ্যালাকটিকো দলে আরও সুযোগ পাননি রদ্রিগো গোয়েস, নাচো ফার্নান্দেস ও ব্রাহিম দিয়াস। যদিও রিয়ালের শেষ দুটি অনুশীলনে থাকলেও নিজেকে ফিট প্রমাণ করতে না পারায় খেলা হচ্ছে না তারকা মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের। এছাড়া মারিয়ানা দিয়াসও স্কোয়াডে নিজের নাম লেখাতে পারেননি।

রিয়াল মাদ্রিদের ১৯ সদস্যের দল:
গোলরক্ষক: থিবাও কোরতোয়া, আলফোন্স আরেওলা, দিয়েগো আলতিউব।
রক্ষণভাগ: দানি কারভাহাল, এদার মিলিতাও, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, মার্সেলো, ফেরলান্দ মেন্ডি।
মধ্যমভাগ: টনি ক্রুস, লুকা মদ্রিচ, কাসেমিরো, ফেদে ভালভার্দে, হামেস রদ্রিগেস, ইসকো।
আক্রমণভাগ: করিম বেনজেমা, লুকাস ভাসকুয়েস, লুকা জোভিচ, ভিনিসিয়াস জুনিয়র।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।