ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডকে জেতাতে পারলেন না ফার্নান্দেসও 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
ম্যানচেস্টার ইউনাইটেডকে জেতাতে পারলেন না ফার্নান্দেসও  গোল মিসের পর মুখ ঢেকেছেন মাতা: ছবি-সংগৃহীত

এক সময় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো-নানির মতো তারকারা। দুই তারকাই এর আগে খেলতেন পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি’তে। সেখান থেকেই স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ওল্ড ট্রাফোর্ডে আসেন তারা। 

ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো-নানি অধ্যায় শেষ হয়েছে বহু আগে। তবে রেড ডেভিলরা যখন দুঃসময়ের মুখোমুখি তখন ফের শরাণাপন্ন হয় স্পোর্টিং সিপির কাছে।

এবার স্যার ফার্গুসনেরই সাবেক শিষ্য বর্তমানে ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার হাঁটেন গুরুর দেখানো পথে।  

চলতি মৌসুমের মাঝপথের দল-বদলে ৪৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসেন পর্তুগালের স্পোর্টিং সিপি মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসকে। ২৫ বছর বয়সী তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন ওলভসের বিপক্ষে। কিন্তু অভিষেকটা রাঙাতে পারেননি তিনি। ঘরের মাঠে ইউনাইটেড মাঠ ছেড়েছে গোলশূন্য ড্র নিয়ে। উল্টো হলুদ কার্ড দেখেছেন ব্রুনো।  

এই ড্রয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এক ধাপ নিচে নেমে গেছে রেড ডেভিলরা। শেফিল্ড ইউনাইটেডকে জায়গা ছেয়ে দিয়ে ষষ্ঠ স্থানে থাকা ইউনাইটেডের পয়েন্ট ২৫ ম্যাচের ৩৫। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।