ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা ভাইরাস: বাংলাদেশ-আফগান ম্যাচও স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
করোনা ভাইরাস: বাংলাদেশ-আফগান ম্যাচও স্থগিত ছবি:সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। এরই পথ ধরে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচও স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় লেগে আগামী ২৬ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানের। এর আগে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে আফগানদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল লাল-সবুজের দল।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করার ব্যাপারে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) একটি মতৈক্যে পৌঁছেছে। এমন ঘোষণা পরই বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে।

ফিফা ও এএফসির নির্দেশনা মেনে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আনুষ্ঠানিকভাবে জানান, বিষয়টি নিয়ে কদিন ধরে অনেক কথাই চলছিল কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছিলাম না। ফিফা ও এএফসির নির্দেশনার অপেক্ষায় ছিলাম। সেটা এসেছে। করোনাভাইরাসের কারণে তারা আমাদেরকে মার্চ থেকে জুন পর্যন্ত ম্যাচগুলো স্থগিত করতে বলেছে। আমরাও তাদের সঙ্গে একমত হয়েছি।

বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে দ্বিতীয় রাউন্ডে চার ম্যাচে তিন হার ও এক ড্রয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।