ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শুরু হচ্ছে কেজ ফুটবল টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
শুরু হচ্ছে কেজ ফুটবল টুর্নামেন্ট কেজ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। ছবি: জিএম মুজিবর রহমান

দ্য স্পোর্টস ক্লাবের আয়োজনে শুরু হচ্ছে কেজ ফুটবল টুর্নামেন্ট ২০২০। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।

মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ফুড হলে টুর্নামেন্ট পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দ্য স্পোর্টস ক্লাবের সভাপতি কাজী তানজিলুস সাদ, টুর্নামেন্টের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজুর রহমান, টুর্নামেন্টের কো চেয়ারম্যান এ আর মল্লিক রনি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন দ্য স্পোর্টস ক্লাবের সম্পাদক মাসুদুর রহমান মান্না। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

...টুর্নামেন্টের অংশগ্রহণকারী আটটি দল হলো- ব্যান্ড সলিউশন, বাংলা ওয়ারিয়র্স, টিম লুজার্স, এম এ ট্রেডার্স এন্ড কিং অনলাইন সার্ভিস, রেভজল, অ্যালেক্স ইউনাইটেড, জেডএন এন্টারপ্রাইজ ও তেজগাঁও আশোরা৯৭।

এই টুর্নামেন্টের প্রধান স্পন্সর বেঙ্গল নিওন সাইন। আর কো-স্পন্সর জান্নাত ট্রেডিং ও আরএম ট্রেডিং। মিডিয়া পার্টনার বাংলানিউজ। টুর্নামেন্ট শেষ হবে ০৯ নভেম্বর।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।