ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ছিটকে গেলেন ইব্রাহিমোভিচ 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
ছিটকে গেলেন ইব্রাহিমোভিচ  ইব্রা

কমপক্ষে ১০দিন মাঠের বাইরে থাকতে হবে জ্লাতান ইব্রাহিমোভিচকে। সিরি’আ লিগে নাপোলির বিপক্ষে ম্যাচে মাংসপেশিতে চোট পান সুইডিশ স্ট্রাইকার।

 

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন ৩৯ বছর বয়সী তারকা। নাপোলির বিপক্ষে করেছেন জোড়া গোলও। সেই ম্যাচটি তার দল এসি মিলান জিতে ৩-১ ব্যবধানে। লিগে দীর্ঘ ১০ বছর পর নেপলসে জিতেছে রোজোনেরিরা।  

মিলানের এক কর্মকর্তা জানিয়েছেন, ইব্রাহিমোভিচ সুস্থ হতে দুই বা তিন সপ্তাহ লাগতে পারে।  

সুইডিশ স্ট্রাইকার লিগের চলতি মৌসুমে ৬ ম্যাচে করেছেন ১০ গোল। চোটের কারণে তিনি ইউরোপা লিগে ‘এইচ’ গ্রুপের শীর্ষ দল ফরাসি ক্লাব লিলে এবং স্কটল্যান্ডের সেল্টিকের বিপক্ষে মাঠের বাইরে থাকতে পারেন। এছাড়া স্পার্তা প্রাগের বিপক্ষেও না থাকার সম্ভাবনা রয়েছে ইব্রার।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।