মাত্র ৪ মিনিটের ঝড়, তাতেই লিভারপুলের জালে ২ গোল। অলরেডদেরকে তাদেরই মাঠ অ্যানফিল্ডে হারিয়ে চমকে দিয়েছে ইতালিয়ান ক্লাব আতালান্তা।
ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক না থাকলেও স্কোয়াডে ফিরেছিলেন মোহামেদ সালাহ। কিন্তু তাতেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের শেষ পযর্ন্ত মাঠ ছাড়তে হয় ২-০ গোলের পরাজয় নিয়ে।
প্রথমার্ধটা দু’দল লড়াই করে সমানতালে। বিরতির পর আর নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি ইংলিশ জায়ান্টরা। ৬০তম মিনিটে জোসিপ ইলিচিচের গোলে এগিয়ে যায় আতালান্তা। এর ৪ মিনিট পরেই রবিন গোসেনের গোলে ব্যবধান বাড়ায় ইতালিয়ান ক্লাবটি।
এই নিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরের পর অ্যানফিল্ডে পরাজয় দেখলো লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব এখনও নিশ্চিত না হলেও ‘ডি’ গ্রুপে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লপের দল। আর এক জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে ওঠে যাবে লিভারপুল।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
ইউবি