ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার রাষ্ট্রপতি ভবনে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
আর্জেন্টিনার রাষ্ট্রপতি ভবনে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন

ঢাকা: কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মরদেহ আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্যালেসে রাখা হয়েছে। সেখানে রাষ্ট্রীয়ভাবে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

 

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস ম্যারাডোনার কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন। ম্যারাডোনার মরদেহ অ্যাম্বুলেন্সে করে প্রেসিডেন্ট প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রাষ্ট্রীয়ভাবে তার মরদেহের প্রতি সম্মান জানানো হবে।

এদিকে আর্জেন্টিনায় ম্যারাডোনার ভক্তরা ভেঙে পড়েছেন। অনেকেই রাস্তায় কাঁদছেন। আবার অনেকেই ম্যারাডোনার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

ম্যারাডোনার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে আর্জেন্টিনা। দেশটির  প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস টুইটারে প্রয়াত ম্যারাডোনার উদ্দেশ্যে লিখেছেন, 'আপনি আমাদেরকে বিশ্বের শীর্ষে নিয়ে গেছেন। আপনি আমাদের অসীম আনন্দ দিয়েছেন। আপনি সর্বকালের সেরা ছিলেন। আমরা আপনাকে ভীষণ মিস করব। '

এর আগে বুধবার (২৫ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।