ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সালাহর গোলে পরাজয় এড়াল লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
সালাহর গোলে পরাজয় এড়াল লিভারপুল পেনাল্টি থেকে গোল করছেন সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে শীর্ষে ফেরার সুযোগ হারিয়েছে লিভারপুল। উল্টো ইয়ুর্গেন ক্লপের সন্তুষ্ট থাকতে হচ্ছ ড্র এড়িয়ে।

 

ফুলহামের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়া অলরেডরা মাঠ ছাড়ে ১-১ গোলের ড্র নিয়ে। লিভারপুলকে সমতায় ফেরান মোহমেদ সালাহ।  

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করলেও ঘরের মাঠে ২৫তম মিনিটে এগিয়ে যায় ফুলহাম। চোট কাটিয়ে দুই ম্যাচ পর অলরেডদের গোলপোস্টের নিচে দাঁড়ানো অ্যালিসনকে পরাস্ত করেন ববি ডেকোর্ডোবা-রেইড।  ৭৯তম মিনিটে স্পট-কিক থেকে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ।  

বল দখলের সময় ফুলহামের ডি-বক্সের ভেতর ফাবিনহোকে বাধা দেন কাভালেইরো। রেফারি ভিএআর দেখে পেনাল্টির নির্দেশ দেন।  

এই ড্রয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে গত আসরের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে টটেনহাম। ৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে ফুলহাম।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।