ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আবারও জোড়া গোলে জুভদের জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
আবারও জোড়া গোলে জুভদের জেতালেন রোনালদো বল নিয়ে ছুটছেন রোনালদো

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যুয়ে পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সিরি’আ লিগে জেনোয়ার বিপক্ষে ফের পেনাল্টি থেকে জোড়া গোল করে জুভেন্টাসেকে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন পর্তুগিজ উইঙ্গার।

 

প্রথমার্ধটা গোলশূন্য কাটালেও বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭তম মিনিটে জুভদের এগিয়ে দেন পাওলো দিবালা। তবে আন্দ্রে পিরলোর দল সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ঘরের মাঠে ৬১তম মিনিটে স্তেফানো স্টুরারোর গোলে সমতায় ফেরে জেনোয়া।  

৭৮তম মিনিটে স্পট-কিক থেকে জুভদের এগিয়ে দেন রোনালদো। ৭৫তম মিনিটে রোবেয়াকে কাটিয়ে জেনোয়ার ডি-বক্সে ঢুকে পড়েন কুয়াদ্রাদো। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডাররা বাধা দেওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ইতালিয়ান চ্যাম্পিয়নদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০তম খেলতে নেমে স্পট-কিকে গোল করতে ভুল করেননি রোনালদো। এ নিয়ে জুভদের হয়ে ১০০তম গোলে অবদান রাখলেন সিআর সেভেন।  

৮৯তম মিনিটে তুরিনের বুড়িদের ফের এগিয়ে দেন রোনালদো। এবারও পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ তারকা।  

এই জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জুভেন্টাস। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।