প্রধান কোচ লুসিয়ান ফাভরকে বরখাস্ত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। বুন্দেসলিগায় স্টুটগার্টের বিপক্ষে ৫-১ গোলে হারের পরপরই এই সিদ্ধান্ত নেয় জার্মান ক্লাবটি।
ফাভরকে বরখাস্ত করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ডর্টমুন্ড। রোববার (১৩ ডিসেম্বর) ক্লাবটি তাদের অফিসিয়াল টুইটারে জানায়, ‘বরুশিয়া ডর্টমুন্ড প্রধান কোচ লুসিয়ান ফাভরের সঙ্গে আলাদা হয়েছে। আত্মোৎসর্গের জন্য ক্লাব লুসিয়ানকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যৎ সফলতার জন্য শুভকামনা জানাচ্ছে। ’
ফাভরের কর্তব্যচ্যুতি প্রসঙ্গে ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর মাইকেল জোর্ক এক বিবৃতিতে জানান, ‘এই পদক্ষেপ নেওয়া আমাদের জন্য কঠিন। ’
হার্থা বার্লিন, বরুশিয়া মনশেনগ্লাডবাখ এবং নিঁসের সাবেক কোচ এখনও সম্মানীয় ও জনপ্রিয় জানিয়েছেন ক্লাবের সিইও হ্যান্স-হোয়াকিম ওয়াটশকে। ফাভরের পেশাদারিত্ব ও ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন তিনি।
ফাভর ডর্টমুন্ডের দায়িত্ব নেন ২০১৮ সালে। অবশেষে ২৯ মাস পর দায়িত্বচ্যুত হলেন তিনি।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
ইউবি