ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বড় জয়ে চারে সাইফ, আরও এক হার আরামবাগের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
বড় জয়ে চারে সাইফ, আরও এক হার আরামবাগের ছবি: শোয়েব মিথুন

ব্রাদার্স ইউনিয়নকে বড় ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চারে পা রাখলো সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে হেরে গেছে আরামবাগ ক্রীড়া চক্র।

শুক্রবার (৫ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-০ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং। আর মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৪-১ গোলে জিতেছে রহমতগঞ্জ।

ম্যাচের ৩০ সেকেন্ড অতিবাহিত হতেই গোল পায় সাইফ স্পোর্টিং। ইয়াসিন আরাফাতের ওই গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন ইকেচুকে কেনেথ। এরপর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন জন ওকোলি।

১২ ম্যাচে ৭ সাত জয় পাওয়া সাইফ ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে। সমান ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে ব্রাদার্স।

অন্য ম্যাচে শুরুতে এগিয়ে যায় আরামবাগ। চতুর্থ মিনিটেই দারুণ গোলে দলকে এগিয়ে দেন নিহাত জামান উচ্ছ্বাস। ষোড়শ মিনিটে ক্রিস রেমির গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে একের পর এক গোল করে দলটি। জোড়া গোল করেন মেহেবুব হাসান নয়ন। আর শেষে বিশাল জয় নিশ্চিত করা গোলটি করেন কিরগিজস্থানের ফরোয়ার্ড খোরশেদ বেকনাজারভ।

১২ ম্যাচে ৩ জয় ও ৪ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আটে আছে রহমতগঞ্জ। আর লিগে এখনও জয়ের দেখা না পাওয়া আরামবাগ ১২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। দুইয়ে থাকা আবাহনীর সমান ২৫ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।