ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিটির জয়রথ থামালো ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, মার্চ ৮, ২০২১
সিটির জয়রথ থামালো ইউনাইটেড

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার সিটির জয়রথ থামিয়ে দিল তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ডার্বিতে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড।

ইউনাইটেডের কাছে হারলেও প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিটি ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। কিন্তু সিটির অপ্রতিরোধ্য গতিতে অন্তত রাশ টানতে পেরেছে ওলে গানার সুলশারের দল। অন্তত শীর্ষ চার নিশ্চিত করার পথেই আছে দলটি।

ঘরের বাইরে এই নিয়ে লিগে টানা ১৪ জয়সহ ২২ ম্যাচে অপরাজিত থাকা ইউনাইটেড শুরু থেকেই গতিময় ফুটবল উপহার দেয়। প্রথমার্ধের ৩০ সেকেন্ডেই পেনাল্টি উপহার পায় ইউনাইটেড। নিজেদের বক্সে ইউনাইটেডের অ্যান্থনি মার্শালকে ফাউল করে বসেন সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। স্পট কিক থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেস।  

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সিটিকে সমতায় ফেরানোর প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন রদ্রি। কিন্তু তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর কিছুক্ষণ পর দারুণ এক কাউন্টার অ্যাটাকের নেতৃত্ব দেন শ। নিচু শটে সিটির গোলরক্ষক এদারসনকে পরাস্ত করার পথে মার্কাস রাশফোর্ডের সঙ্গে পাস বিনিময় করেন তিনি।

সর্বশেষ গত ২১ নভেম্বরে টটেনহামের কাছে হারা (টানা ২৮ ম্যাচে অপরাজিত) সিটি দুই গোল হজম করার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি।  

গত ৩ ম্যাচে গোল করতে না পারা ইউনাইটেড এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৫৪। তিনে নেমে যাওয়া লেস্টার সিটির পয়েন্ট ৫৩। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৭ পয়েন্ট নিয়ে আছে চারে। আর ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা।

বাংলাদেশ সময়: ০১০৯ঘণ্টা, মার্চ ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।