ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ধর্ষণের দায়ে ৯ বছরের কারাদণ্ড বহাল রবিনহোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
ধর্ষণের দায়ে ৯ বছরের কারাদণ্ড বহাল রবিনহোর রবিনহো

গণ ধর্ষণের দায়ে ৯ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক ব্রাজিলিয়ান তারকা রবিনহোর। খবরটি নিশ্চিত করেছে এক ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার।

২০১৩ সালের ২২ জানুয়ারি মিলানের এক নাইট ক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধভাবে যৌন নির্যাতনের অভিযোগে ছয় অপরাধীর একজন হিসেবে দোষী সাব্যস্ত হন রবিনহো। সে সময় তিনি খেলতেন এসি মিলানে।  

এই অভিযোগে গত বছরে ডিসেম্বরে ৯ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন ৩৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তদন্তে ২০১৭ সালে তার অপরাধ খুঁজে পায় পুলিশ। তবে অপরাধ অস্বীকার করে এই রায়ের বিরুদ্ধে মিলানের কোর্টে আবেদন করেন রবিনহো।  

মিলান কোর্ট জানিয়েছে, কোর্টে ভুল তথ্য দিয়ে অনুসন্ধানকে ভুল পথে ধাবিত করা ও প্রতারিত করার চেষ্টা করেছেন রবিনহো।  

তবে আবেদনের আরেকটি সুযোগ থাকছে তার। রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক তারকার কাছে ৪৫ দিন সময় আছে ইতালির সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।