ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

দি মারিয়ার ঘরে ভয়ঙ্কর ডাকাতি, ম্যাচ চলাকালীন মাঠ ছাড়লেন পিএসজি তারকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
দি মারিয়ার ঘরে ভয়ঙ্কর ডাকাতি, ম্যাচ চলাকালীন মাঠ ছাড়লেন পিএসজি তারকা

লিগ ওয়ানের ম্যাচে নঁতের বিপক্ষে লড়ছে পিএসজি। খেলছেন দলটির তারকা ফুটবলার আনহেল দি মারিয়াও।

তবে ম্যাচের মাঝেই খবর এলো আর্জেন্টাইন মিডফিল্ডারের প্যারিসের বাসায় ভয়ঙ্কর ডাকাতি হয়েছে। যেখানে তার পরিবার রয়েছে। এমন খবরে দ্রুত মাঠ থেকে তুলে নেওয়া হলো দি মারিয়াকে।

অবনমন অঞ্চলে থাকা নঁতের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচের দ্বিতীয়ার্ধে পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোকে মোবাইলে কথা বলতে দেখা যায়। পরে খেলার ৬২তম মিনিটে কোচ মাউরিসিও পচেত্তিনো দি মারিয়াকে বদল করে মাঠে নামা লিওনাদ্রো পারেদেসকে।

মাঠে থেকে দি মারিয়া বের হওয়ার সময় পচেত্তিনোকে তার শিষ্যর সঙ্গে কথা বলতে দেখা যায়।

ফরাসি প্রকাশনা আরএমসি জানায়, দি মারিয়ার প্যারিসের পারিবারিক বাসায় ডাকাতির ঘটনায় এই তারকাকে গুরুতর ব্যক্তিগত সমস্যা দেখিয়ে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

প্রকাশনাটি আরও জানায়, দি মারিয়ার সতীর্থ মারকুইনহোসের পিতা-মাতার বাসায়ও ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে বদলি করা হয়নি।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।