ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুলের জয়ে ফেরার ম্যাচে জোতার গোল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
লিভারপুলের জয়ে ফেরার ম্যাচে জোতার গোল

দিয়োগো জোতার গোলে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া ইয়র্গেন ক্লপের শিষ্যরা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারারার্সকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠেছে।

প্রতিপক্ষের মাঠে সোমবার মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোছালো আক্রমণে এগিয়ে যায় সফরকারীরা। মানের পাস খুঁজে পায় মোহামেদ সালাহকে। ফিরতি পাস পেয়ে মানে ডি-বক্সে বাড়ান জোতাকে। পর্তুগিজ ফরোয়ার্ডের বাঁ পায়ের নিচু শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়।

শেষ দিকে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান উলভারহ্যাম্পটনের গোলরক্ষক রুই পাত্রিসিও। খেলা বন্ধ থাকে ১০ মিনিটের বেশি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ‘কনকাশন’ বদলি নামেন জন রুডি। তবে আর কোনো অঘটন না ঘটিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়ে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠা লিভারপুল।

লিগে ২৯ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৬। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে উলভস। ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে লেস্টার সিটি। ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। ২৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।