ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

ক্যান্সার আক্রান্ত বয়ফ্রেন্ডের পাশে থাকতে অবসরে অস্ট্রেলিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
ক্যান্সার আক্রান্ত বয়ফ্রেন্ডের পাশে থাকতে অবসরে অস্ট্রেলিয়ান ফুটবলার

মাত্র ২৮ বছর বয়সেই অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার রাহালি ডবসন। ব্রেন ক্যান্সার আক্রান্ত বয়ফ্রেন্ডের পাশে থাকতে ফুটবলকে বিদায় জানাচ্ছেন তিনি।

 

দীর্ঘদিন ধরে রেডিওথেরাপি ও কেমোথেরাপি নিতে হচ্ছে ডবসনের বয়ফ্রেন্ডকে। যার কারণে অসুস্থ মানুষটির পাশে থাকতে প্রিয় খেলাকেই বিদায় জানাচ্ছেন মেলবোর্ন সিটির এই তারকা।  

বৃহস্পতিবার (২৫ মার্চ) ডব্লিউ-লিগে (অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগ) পার্থ গ্লোরির বিপক্ষে ম্যাচের আগে চিরতরে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা জানান ডবসন। জানান, এই মৌসুমের পর আর মাঠে দেখা যাবে না তাকে।  

২৮ বছর বয়সী এই স্ট্রাইকারের বিদায়ও হয়েছে রূপকথার মতো। মেলবোর্ন সিটি ম্যাচটি জিতেছে ২-১ ব্যবধানে। দলের হয়ে ৬৩তম মিনিটে প্রথম গোলটি করেন ডবসন।  

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।