লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর তার সম্মানে ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তা হলো না।
আজ বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান দলটি।
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের পথচলার অধিকাংশ সময় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন লিওনেল মেসির। এই জার্সি নম্বরকে বলা হতো 'এলএমটেন', যা একটি ব্র্যান্ড হয়ে গিয়েছিল। কিন্তু মেসি এখন পিএসজির। তবে বার্সেলোনার জন্য তিনি যা করেছেন, তাতে এই জার্সি নম্বরকেও অবসরে পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু কাতালান ক্লাবটি তা হতে দিল না।
পিএসজিতে মেসির জার্সি নম্বর ৩০। বন্ধু নেইমার নিজের ১০ নম্বর জার্সিটা দিতে চাইলেও মেসি নেননি। পিএসজির ১০ নম্বর নেইমারেরই আছে। কিন্তু বার্সার ১০ নম্বর জার্সির কী হবে- এই প্রশ্নের উত্তর পাওয়া গেল। শুরুতে ব্রাজিলীয় তারকা ফিলিপে কুতিনহোকে ১০ নম্বর জার্সির দেওয়া হবে বলে শোনা গিয়েছিল। কিন্তু স্পেন ও বার্সেলোনার উদীয়মান তারকা আনসু ফাতিকে ১০ নম্বর জার্সিটি তুলে দিয়েছে বার্সা।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এমএইচএম