ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

‘মোটা’ হওয়া নিয়ে কটূক্তির জবাব দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
‘মোটা’ হওয়া নিয়ে কটূক্তির জবাব দিলেন নেইমার

কোপা আমেরিকার পর ছুটি কাটাতে গিয়ে বেশ ওজন বেড়ে গিয়েছিল নেইমার জুনিয়রের। ছুটি কাটানো অবস্থায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এই ‘মোটা হয়ে যাওয়া’ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমত কটাক্ষ আর কটূক্তির বন্যা বয়ে যায়।

এবার সেই কটাক্ষের জবাব দিলেন পিএসজি তারকা।

তবে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের জয়ের পর নেইমারকে নিয়ে সমালোচনা অনেকটা কমে যায়। কিন্তু এবার আর চুপ করে থাকতে পারেননি, উল্টো সমালোচনাকারীদের কঠোর জবাব দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক পোস্টে নেইমার লিখেছেন, “জার্সিটি (চিলি ম্যাচে যেটা পরেছিলাম) ছিল ‘এল’ সাইজ। আমার ওজন এখন একদম স্বাভাবিক। পরের ম্যাচে আমি ‘এম’ সাইজের জার্সি চাইব। ”

করোনা স্বাস্থ্যবিধির কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই খেলতে নেমেছিল ব্রাজিল। তারপরও ৬৪তম মিনিটে সেলেসাওরা এভারতন রিবেইরোর করা একমাত্র গোলে জয় তুলে নেয় তিতের দল।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।