দলবদলের ইতিহাসে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে পাড়ি জমানো এখনও সর্বোচ্চ ট্রান্সফার ফি’র রেকর্ড হয়ে আছে। সত্যিকার অর্থে সাবেক এ বার্সাবয়ের দলবদলে ফরাসি ক্লাবটিকে গুনতে হয়েছে এর দ্বিগুণ প্রায় ৪৮৯ মিলিয়ন ইউরো।
বার্সেলোনার হয়ে নেইমার-মেসি-সুয়ারেজ ত্রয়ী যখন দুর্দান্ত খেলে যাচ্ছিলেন। তখন পিএসজির নজর পড়ে ব্রাজিলিয়ান তারকার দিকে। তবে সেসময় কাতালানরা নেইমারের রিলিজ ক্লজ রেখেছিল ২২২ মিলিয়ন ইউরো। এতে অবশ্য পিছু হটেনি পিএসজি। ২০১৭ সালের ৩ আগস্ট দুর্দান্ত ফর্মে থাকা এ ফরোয়ার্ডকে দলে ভিড়িয়ে দলবদলের ইতিহাসে নাম লেখায় ফরাসি এ ক্লাব।
স্প্যানিশ গণমাধ্যম ‘এল মুন্ডো’র প্রতিবেদন বলছে, নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভেড়ালেও পিএসজির ব্যয় হয়েছে তার দ্বিগুণ। পাঁচ বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডের বেতন বাবদ ফরাসি জায়ান্টদের বার্ষিক মোট ব্যয় ৪ কোটি ৩৩ লাখ ইউরো। পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানোয় নেইমারের পেছনে পিএসজির ব্যয় দাঁড়ায় প্রায় ৫ কোটি ৫৫ লাখ ইউরো।
সবকিছু মিলিয়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার পর নেইমারের পেছনে ফরাসি ক্লাবটির মোট ব্যয় প্রায় ৪৯ কোটি ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৪৯৩০ কোটি)।
এদিকে পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন নেইমার জুনিয়র। চুক্তি বাড়ানোয় নবায়ন ফি বাবদ ফরাসি জায়ান্টদের গুনতে হবে আরো অনেক ইউরো। ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডের সিদ্ধান্ত জানানোর পর নিশ্চিত হওয়া যাবে বাকি ব্যয়ের পরিমান।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
আরইউ