ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

আমরা এখানে ৩দিন ধরে আছি, কেন আগে সতর্ক করা হয়নি: মেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
আমরা এখানে ৩দিন ধরে আছি, কেন আগে সতর্ক করা হয়নি: মেসি

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের মাটিতে খেলতে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। খেলা ঠিকঠাকভাবেই এগোচ্ছিল।

তবে হঠাৎ করেই টাচলাইনের বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছিলো। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করছিলেন, কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছে আর্জেন্টিনার চার ফুটবলার। তাই খেলাও বন্ধ করে দেয়া হয়েছে।

পরবর্তীতে ম্যাচটি স্থগিত করে দেনে মাঠের রেফারি। ইতোমধ্যে ব্রাজিল ছেড়ে দেশেও ফিরে গেছে আর্জেন্টিনা দল। আর অভিযোগ ওঠা ৪ ফুটবলার হলেন, এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

তাদের বিরুদ্ধে অভিযোগ, যে তারা কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করেননি। আর ব্রাজিলে আসার পর কোয়ারেন্টাইন এড়িয়ে গেছেন, কেননা তারা ইংল্যান্ডে ছিলেন।

তবে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের এমন আচরণে ব্যাপক হতাশ লিওনেল মেসি। মাঠের মধ্যে তাকে বলতে শোনা যায়, ‘আমরা এখানে ৩ দিন ধরে আছি। তারা কি ম্যাচ শুরুর জন্য অপেক্ষা করছিল? কেন এই বিষয়ে আগে বা হোটেলে সতর্ক করা হয়নি?

তিনি আরও বলেন, ‘তারা এটি আগেই ব্যাখ্যা করতে পারত এবং এটিকে সমাধান করা যেতো। এখন, বিশ্ব দেখছে। ’

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।