বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে দেশের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট নেয়ার রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। লিগের সর্বোচ্চ গোলস্কোরার রবসন রবিনিয়োর একমাত্র গোলে জয় পায় অস্কার ব্রুজোনের শিষ্যরা।
আজ (১৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই শেখ রাসেল ক্রীড়া চক্রকে চেপে ধরেছিল বসুন্ধরা কিংস। কয়েকবার আক্রমণ করেও প্রথমার্ধে অবশ্য প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারেনি বসুন্ধরা।
বিরতির পর খেলতে নেমে আগের মতোই শেখ রাসেলকে কোণঠাসা করে রাখে বর্তমান চ্যাম্পিয়নরা। বেশ কয়েকটি পরিবর্তনের পর আরো দুর্দান্ত হয়ে ওঠে তারা। ৭৮তম মিনিটে ডি-বক্সে শেখ রাসেল ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টি পায় বসুন্ধরা। সুযোগ কাজে লাগিয়ে ৭৯তম মিনিটে দুর্দান্ত এক স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান রবসন। নিজের ২১তম গোলে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ স্কোরার ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
একইসাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে বসুন্ধরা কিংস। ২৩ ম্যাচে ২১ জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে নিজেদেরই ৬৩ পয়েন্ট অর্জনের রেকর্ড ভাঙে বর্তমান চ্যাম্পিয়রা।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
আরইউ