ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

ইউরোপের সেরা পাঁচে ফিরল মেসি-নেইমারদের লিগ ওয়ান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
ইউরোপের সেরা পাঁচে ফিরল মেসি-নেইমারদের লিগ ওয়ান

ইউরোপের শীর্ষ পাঁচ লীগের একটি হিসেবে ফ্রান্সের লিগ ওয়ান গত চার বছর ছিল। তবে লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) চুক্তি করার পরও শীর্ষ পাঁচ লিগ থেকে নেমে পড়তে হয় ফরাসি লিগটিকে।

মূলত পর্তুগিজ ক্লাব বেনফিকা চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত করায় কাল হয়েছিল লিগ ওয়ানের। বেনফিকার জয়ে পতন হয়েছিল লিগ ওয়ানের।

ফলে ইউরোপের সেরা পাঁচ লিগে মেসি-নেইমারদের মতো তারকারা না থাকতে পারায় বিষয়টি আলোচনার বিষয় হয়ে উঠেছিল। তবে কয়েক সপ্তাহের ব্যবধানে পর্তুগালের প্রিমেইরা লিগাকে পেছনে ফেলে আবারো ইউরোপের সেরা পাঁচে প্রবেশ করেছে লিগ ওয়ান।

উয়েফা র‍্যাংকিংয়ে ৪৫.০৮১ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচ লিগে এখন ফ্রান্সের লিগ ওয়ান। ৪৪. ৫৪৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পর্তুগালের প্রিমেইরা লিগা। ৮৯.৪৯৮ পয়েন্ট নিয়ে এই তালিকায় শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। দুইয়ে রয়েছে স্প্যানিস লা লিগা।

এক নজরে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ:

১) ইংলিশ প্রিমিয়ার লিগ- ৮৯.৪৯৮
২) স্প্যানিশ লা লিগা- ৮১.৭১৩
৩) ইতালিয়ান সিরি’আ- ৬৪.৬১৬
৪) জার্মান বুন্দেস লিগা- ৬২.৬৪১
৫) ফ্রেঞ্চ লিগ ওয়ান - ৪৫.০৮১

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।