ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভিনি-বেনজেমা নৈপূণ্যে ভ্যালেন্সিয়ার মাঠে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
ভিনি-বেনজেমা নৈপূণ্যে ভ্যালেন্সিয়ার মাঠে রিয়ালের জয়

পিছিয়ে গিয়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ভ্যালেন্সিয়ার মাঠে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় রোববার রাতে করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-১ ব্যবধানে জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরু থেকেই বারবার বল পজিশন হারাচ্ছিলো রিয়াল মাদ্রিদ। তবে আক্রমণে কমতি রাখেনি লস ব্লাঙ্কোসরা। এদিকে ভ্যালেন্সিয়াও কোনোদিকে কম যাচ্ছিল না। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচটি। তবে প্রধমার্ধে কোনো গোলের দেখা পায়নি দু’দল।  

বিরতির পর খেলতে নেমে একরকম কোণঠাসা হয়ে ছিল আনচেলত্তির দল। নিজেদের মাঠে দুর্দান্ত খেলে ৬৬তম মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। রিয়াল রাইটব্যাক লুকাস ভাসকেসের ভূলে বল চলে যায় প্রতিপক্ষ ফরোয়ার্ড দুরোর পায়ে। সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত এক কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে দলকে এগিয়ে দিলেন তরুণ এ স্প্যানিশ ফরোয়ার্ড।

এগিয়ে গেলেও আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। ম্যাচের ৮৬তম মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াসের গোলে সমতায় ফেরে লস ব্লাঙ্কোসরা। বাঁ দিক দিয়ে বেনজেমার পাস থেকে ভিনিসিউসের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়। ঠিক দুই মিনিট পর বেনজেমার গোলে নাটকীয়ভাবে এগিয়ে যায় রিয়াল। প্রথম গোল পাওয়া ভিনিসিয়াসের দুর্দান্ত এক ক্রস থেকে লাফিয়ে হেডের চেষ্টা করেন তিনি। হেডে ব্যর্থ হলেও কাঁধে লেগে ঠিকই বল জালে ভেড়ায়। আর এ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।  

৬ গোল নিয়ে লা লিগার চলতি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছে বেনজেমা। এক গোল কম নিয়ে দুইয়ে অবস্থান করছে ভিনিসিয়াস।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে রয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ। ১০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ভ্যালেন্সিয়া।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।