ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দারুণ জয়ে শীর্ষে চেলসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
দারুণ জয়ে শীর্ষে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ দিকের রোমাঞ্চে জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। সমতায় থাকার পর ম্যাচের দ্বিতীয়ার্থে সাউদাম্পটন ১০ জনের দলে পরিণত হলে সেই সুযোগ কাজে লাগায় টমাস টুখেলের শিষ্যরা।

শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

শনিবার ঘরের মাঠ স্টামফোর্ডে সাউদাম্পটনকে আতিথেয়তা জানায় চেলসি। যেখানে ম্যাচের নবম মিনিটেই ট্রেভহ চালোভার গোলে এগিয়ে যায় ব্লুজরা। তবে বিরতির পর ৬১তম মিনিটে জেমস ওয়ার্ড-প্রোওয়েসের পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতায় ফেরে সফরকারীরা।

কিন্তু খেলার ৭৭তম মিনিটে সেই গোলদাতা জেমস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সাউদাম্পটন। এরই সুযোগ খেলার ৮৪তম মিনিটে টিমো ভার্নার গোল করে চেলসিকে লিড এনে দেন। আর ৮৯তম মিনিটে বেন চিলওয়েল আরও একটি গোল দিয়ে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।

এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো চেলসি। ৭ ম্যাচে ৫ জয়, এক ড্র ও সমান হারে ১৬ পয়েন্ট দলটির। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।