ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বার্সায় ফিরতে চান মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
বার্সায় ফিরতে চান মেসি

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন বিষয়ক আলোচনা বিফলে যাওয়ার পর পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। নতুন ঠিকানায় এখনও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

কিন্তু ক্যাম্প ন্যুয়ে ফেরার জন্য তার মন এখনও কাঁদে। প্রায়ই মুখ ফসকে বলেও ফেলেন নিজের ইচ্ছের কথা। এবারও তার ব্যতিক্রম হলো না। তবে নতুন ঠিকানায় যে দ্রুত খাপ খাইয়ে নিচ্ছেন সে কথাও স্পষ্ট করেছেন তিনি।

প্যারিসে নিজের নতুন বাসায় স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি ফের বার্সায় ফেরার আগ্রহ প্রকশ করেন। সেই সঙ্গে নতুন ক্লাবে তার বর্তমান জীবন, পিএসজির শিরোপা জেতার সম্ভাবনা, নতুন সতীর্থদের সঙ্গে সম্পর্ক এবং পুরনো ক্লাব বার্সাকে নিয়ে অনেক কথাই বলেন তিনি।

সাক্ষাৎকারের শুরুর দিকে প্যারিসে নিজের পরিবার নিয়ে যে বেশ সুখেই দিন কাটছে, সে কথা জানাতে ভোলেননি মেসি, 'আমি এখানে খুব ভালো আছি। আমরা যখন বাসার ঢুকলাম, বাচ্চারা নতুন স্কুলে ভর্তি হলো, এরপর থেকে আমি পুরোপুরি মানিয়ে নিতে শুরু করেছি। মাঝে জাতীয় দলের খেলার কারণে আর্জেন্টিনায় যেতে হয়েছে কয়েকবার, ফলে আমাদের মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। কিন্তু আমি ভালোভাবেই মানিয়ে নিয়েছি। সন্তানরা স্কুলে যাচ্ছে এবং দ্রুত ফ্রেঞ্চ শিখছে। এসব আমাকে এবং আন্তোনেয়াকে মানসিকভাবে শান্তি দেয়। '

যে দলে মেসি, নেইমার ও এমবাপ্পের মতো তিন ফুটবল মহাতারকা আছেন, তাদের হাতে চ্যাম্পিয়নস লিগের শিরোপা উঠবে, এমন ভাবাটা অতিশয়োক্তি হওয়ার কথা নয়। কিন্তু মেসি বিষয়টাকে এভাবে দেখেন না, 'সবাই বলে আমরাই ফেভারিট এবং আমরা যে ফেভারিটদের মধ্যেই পড়ি তা অস্বীকারও করছি না। কিন্তু এখনও সত্যিকারের শক্তিশালী দল হওয়ার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। আমাদের এখনও দল হিসেবে তৈরি হতে হবে এবং আমাদের দলে সেই মানের খেলোয়াড় আছে। তবে আমরাই শুধু নই, আরও অনেক বড় দল শিরোপার দাবিদার। এজন্যই চ্যাম্পিয়নস লিগ এত স্পেশাল। সেরা দলগুলো আছে সেখানে। ফলে আমরা ফেভারট নই, তবে অন্যতম। তবে লিভারপুল ভালো করছে। তাদের অন্যতম দাবিদার বলাই যায়। তাছাড়া ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেতিকো মাদ্রিদ...। '

সাক্ষাৎকারের এক পর্যায়ে নিজের পুরনো সতীর্থ এবং বার্সার নতুন কোচ জাভি হার্নান্দেসকে নিয়েও কথা বলেন মেসি। আর্জেন্টিনার সুপারস্টার বলেন, 'জাভি এমন এক কোচ, যে অনেক কিছু জানে। এ ক্লাবের সবকিছু তার জানা আছে। শিশুকাল থেকেই সে এখানে আছে। তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাভি এমন একজন, যে বার্সেলোনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আমার মনে এ নিয়ে কোনো সন্দেহ নেই। '

এদিকে কোচ হিসেবে আজ কঠিন পরীক্ষা দিতে হবে জাভিকে। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে আজ না জিতলে শেষ ষোলোতে যাওয়া হবে না। খেলোয়াড়ী জীবনে জাভির প্রিয় বার্সা সতীর্থ ছিলেন মেসি। এবার জাভির কোচিংয়ে তিনি বার্সায় ফিরতে চান কি না এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, 'আমি সবসময়ই বলে এসেছি একদিন বার্সেলোনায় ফিরতে চাই। কারণ, যে উপায়েই হোক না কেন, ক্লাবকে সাহায্য করতে চাই। তাই কোনো উপায়ে যদি সাহায্য করতে পারি, অবশ্যই ফিরতে চাই। '

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।