ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

মেসির ফর্ম নিয়ে প্রশ্নকারীদের অজ্ঞ বললেন লিওনার্দো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
মেসির ফর্ম নিয়ে প্রশ্নকারীদের অজ্ঞ বললেন লিওনার্দো

বার্সেলোনায় দীর্ঘ ১৭ বছর কাটিয়ে চলতি বছর ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এখানে এসে প্রথমাবস্থায় অবশ্য ফর্ম খরায় ভূগেছেন তিনি।

তবে ধীরে ধীরে আগের সেই উড়ন্ত ফর্মে ফিরছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তাই মেসিকে প্রশংসায় ভাসালেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।

ফুটবল বিশ্বের সেরা তারকাদের মধ্যে সবচেয়ে উপরে আছে মেসির নাম। পিএসজিতে যোগ দিয়ে বার্সায় থাকা সেই ফর্মে না থাকলেও আস্তে আস্তে প্যারিসে নিজেকে মানিয়ে নিচ্ছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। কিন্ত ফর্ম খরার কারণে অনেকেই মেসিকে নিয়ে প্রশ্ন তুলছেন। বিষয়টি ভালো লাগেনি পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর। তিনি জানান, যারা এমন প্রশ্ন তোলে তারা ফুটবল সম্পর্কে অজ্ঞ।

লিওনার্দো বলেন, ‘পিএসজিতে মেসির ফর্ম নিয়ে যারা প্রশ্ন তোলে, তারা ফুটবলই বুঝে না। ’

লিওনার্দো আরো বলেন, ‘মেসি অবিসংবাদিত। গত ছয় মাসে তার সংখ্যাগুলো অবিশ্বাস্য। সে এবং এমবাপ্পে ক্লাবের প্রায় সকল গোলেই জড়িত। মেসি ম্যাচে পার্থক্য গড়ে দেয়, গত ২০ বছর ধরে সে একই আছে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।