ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোপা দেল রে’র শেষ ষোলোতে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
কোপা দেল রে’র শেষ ষোলোতে রিয়াল-বার্সা বার্সেলোনা।

স্প্যানিশ কোপা দেল রে’র শেষ বত্রিশের ভিন্ন ভিন্ন ম্যাচে বুধবার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।  

তৃতীয় সারির দল আলকোইয়ানোর মাঠে ৩-১ গোলে জিতেছে রিয়াল।

৩৯তম মিনিটে এদের মিলিতাও রিয়ালকে এগিয়ে গেন। তবে বিরতির পর দানিয়েল ভেগা সিনতাসের গোলে সমতা পায় স্বাগতিকরা। কিন্তু দুই মিনিটের ব্যবধানে দুটি গোল জয় পাইয়ে দেয় রিয়ালকে। ৭৬তম মিনিটে মার্কো অ্যাসেনসিও গোল করার পর হোসে হুয়ান ৭৮ মিনিটে আত্মঘাতী গোল দেন।

এদিকে লিনারেস দেপোর্টিভোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে বার্সা। এই জয়ের ফলে কোপা দেল রে’র শেষ ষোলোতে উঠে গেছে জাভির শিষ্যরা।

করোনা জর্জরিত বার্সা ম্যাচের ১৯ মিনিটেই গোল হজম করে বসে। লিনারেসের হুগো দিয়াজ হেড দিয়ে বল বার্সার জালে পাঠান। পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতির ম্যাচে ফিরে জাভির দল। ৬৩তম মিনিটে গোল করে বার্সাকে সমতায় ফেরান ফঁরাসি তারকা ওসমান দেম্বেলে। আর ৬৯তম মিনিটে বার্সার একাডেমির খেলোয়াড় ফেরান জুটগ্লা গোল করে এগিয়ে নেন দলকে। ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।