এএফসি কাপে বাংলাদেশের শীর্ষ দল বসুন্ধরা কিংসের গ্রুপে পড়েছে ভারতের আই লিগের চ্যাম্পিয়ন দল গোকুলাম কেরালা। তাছাড়া মালদ্বীপের দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনও পড়েছে একই গ্রুপে।
সোমবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালামামপুরে অনুষ্ঠিত হয় এএফসি কাপের ড্র। সেখানে নির্ধারণ করা হয়ে বসুন্ধরা কিংসের ভাগ্য। গ্রুপ ‘ডি’-তে থেকে ভারত ও মালদ্বীপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে লড়াই করবে বাংলাদেশের শীর্ষ ক্লাব কিংস। তাছাড়া আরেকটি দল আসবে এই গ্রুপ। তবে সেটি নির্ধারণ হবে ছয় দলের প্লে-অফ খেলার পর।
এএফসি কাপের গত আসরে অবশ্য দৃঢ়চিত্তে লড়াই করেছিল বসুন্ধরা কিংস। ভারতীয় ক্লাব মাজিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করলেও শেষে গিয়ে বেঙ্গালুরু এফসি ও মোহন বাগানের বিপক্ষে ড্র করে বিদায় নিয়েছিল তারা।
আগামী ১৯মে থেকে শুরু হবে এএফসি কাপের চূড়ান্ত পর্ব। চলবে ২৪ তারিখ পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
আরইউ