আগের লেগে স্পোর্তিং সিপিকে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ফিরতি লেগে নিজেদের ঘরের মাঠে ড্র করল পেপ গার্দিওলার দল।
বুধবার রাতে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে দুই দল। প্রথম লেগে সিটি জিতেছিল ৫-০ গোলের ব্যবধানে। ফলে দুই লেগ মিলিয়ে ওই ব্যবধান নিয়েই শেষ আটে উঠেছে তারা। এই নিয়ে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে টানা পাঁচ মৌসুম চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ম্যানচেস্টার সিটি।
প্রথম লেগে প্রথম লেগে স্পোর্তিংয়ের মাঠে এক প্রকার গোল উৎসব করেছিল ম্যানচেস্টার সিটি। তবে ফিরতি লেগে ঘরের মাঠে জালের দেখাই পেল না স্বাগতিকরা।
প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ বানিয়েছিল সিটি কিন্তু ফিনিশিংয়ের দেখা মেলেনি। স্পোর্তিংও নিতে পারেনি একটা শটও। দ্বিতীয়ার্ধের শুরুরেই গ্যাব্রিয়েল জেসুস বল জালে জড়িয়েছিল কিন্তু ভিএআর চেকে অফসাইডের পতাকা তুলেন রেফারি, হয়নি গোল। বাকি সময়ে দুই দলই পারেনি দূর্ভেদ্য জালের দেখা।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এমএইচএম