ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

জার্মানির জয়রথ থামালো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
জার্মানির জয়রথ থামালো নেদারল্যান্ডস

টানা আট ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল জার্মানি। তবে তাদের সেই জয়রথ অবশেষে থামিয়ে দিল নেদারল্যান্ডস।

 

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্মানি। প্রথমার্ধে জার্মানিকে এগিয়ে নেয় থমাস ম্যুলার। দ্বিতীয়ার্ধে ডাচদের সমতায় ফেরান স্টেভেন বার্গউইন।

আগের আট ম্যাচে দাপুটে জয় পাওয়া জার্মানি এ ম্যাচে আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। তবে গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের কাছে হারার পর দায়িত্ব নেওয়া কোচ হান্স ফ্লিকের অধীনে অপরাজিতই থাকল চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের যোগ করা সময়ে জার্মানিকে এগিয়ে নেন ম্যুলার। বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন এই অভিজ্ঞ ফুটবলার। এরপর ৬৮তম মিনিটে সমতায় ফেরে ডাচরা। বদলি নামার ১০ মিনিটের মধ্যেই বার্গউইন ডান দিকের বাইলাইনের কাছ থেকে ডেনজেল ডামফ্রিসের পাসে জোরাল শটে বল জালে পাঠান। বাকি সময়ে আর কোনো দলই ব্যবধান বাড়াতে পারেনি।  

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।