ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

মেসির রেকর্ড ভাঙলেন সুয়ারেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
মেসির রেকর্ড ভাঙলেন সুয়ারেস

বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছেন লুইস সুয়ারেস। গোলটিকে তিনি 'বিশেষ' হিসেবে আখ্যায়িত করেছেন।

আর এই 'বিশেষ' গোলেই প্রিয় বন্ধু ও সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙেছেন উরুগুইয়ান স্ট্রাইকার।

আজ বুধবার ভোরে চিলিকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। ম্যাচে এক গোল করেছেন সুয়ারেস, যা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে তার ২৯তম গোল। আর মেসির গোলসংখ্যা ২৮টি। তবে সুয়ারেসের (৬২ ম্যাচ) চেয়ে ২ ম্যাচ কম খেলেছেন।  

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লুইস সুয়ারেস, 'স্পেশাল রাত, স্পেশাল ম্যাচ, স্পেশাল জার্সি এবং গোল। ' লাতিন অঞ্চলের বাছাইয়ে তৃতীয় হয়ে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে উরুগুয়ে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।