ম্যাচে তিন বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়ে শিরোপা উৎসব করলো বরিশাল ফুটবল একাডেমি।
পাইওনিয়ার লিগের ফাইনালে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় টাইব্রেকারে গড়ানো ম্যাচে জারা গ্রিন বয়েজকে ৩-৪ গোলে হারিয়েছে বরিশালের দলটি।
প্রথম মিনিটেই এগিয়ে যায় জারা গ্রীন। সতীর্থের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন আকাশ ইসলাম। তবে কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে বরিশাল ফুটবল একাডেমি। চতুর্থ মিনিটের সতীর্থের ছোট পাস ধরে গোলকিপারকে একা পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন স্বাধীন হোসেন।
প্রথমার্ধেই আরও দুই গোলের দেখা মেলে। ২৩ মিনিটে বক্সে ফাঁকায় বল পেয়ে জারা গ্রীন ফের এগিয়ে নেন আহসান ইসলাম আনু। এরপর ৩০তম মিনিটে সমতা ফেরান আহসানউল্লাহ রাকিব। ৫ মিনিট পর সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত প্লেসিং শটে আবারও জারা গ্রিন বয়েজকে এগিয়ে নেন আনু। ৫৫তম মিনিটে দারুণ শটে সমতা ফেরান আল কাফি।
বাকি সময়ে দুই দল জালের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শুট আউটে জারা গ্রিন বয়েজের আকাশ, মুন্না ও রবি লক্ষ্যভেদ করেন; আকবরের শট পোস্টের বাইরে যায়, অধিনায়ক সিফাতের শট ফিরে আসে পোস্টে লেগে।
আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ৫০ হাজার এবং ফাইনালে ম্যাচ সেরাকে ২৫ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। সেরা খেলোয়াড় হয়েছেন বরিশালের রায়হান মিয়া, ফাইনালে সেরা জারা গ্রিন বয়েজের আকাশ। ১৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার মুকুট জিতেছেন স্কাইলার্ক ফুটবল ক্লাবের মেহেদী হাসান মিনার।
অন্যদিকে চ্যাম্পিয়ন দল বরিশাল ফুটবল একাডেমিকে ট্রফি, পদকের পাশাপাশি তিন লাখ টাকা এবং রানার আপ জারা গ্রীন বয়েজকে ট্রফি, পদকের পাশাপাশি দুই লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এমএইচএম