ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংসের নারী এবং পুরুষ দলের দলবদল সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
বসুন্ধরা কিংসের নারী এবং পুরুষ দলের দলবদল সম্পন্ন

আজ একই সাথে নারী এবং পুরুষ দলের দলবদল সম্পন্ন করেছে দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস। বাফুফে ভবনে বাদ্য-বাজনা বাজিয়ে, ঘোড়ার গাড়ির বহর এবং হাতি নিয়ে উৎসব মুখর পরিবেশে দলবদল সম্পন্ন করেছে দলটি।

এবারের মৌসুমে দলবদলের শেষ দিন আগামী ৭ নভেম্বর। তার আগেই নিজেদের সব কাজ সেরে রাখলো বসুন্ধরা। এটিকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে ওঠে বাফুফে ভবন। প্রথমে বসুন্ধরার পুরুষ দলের সদস্য, কোচ এবং অফিশিয়ালরা বাফুফে ভবনে আসে। এরপর বসুন্ধরার নারী দলের সদস্য এবং ক্লাব অফিশিয়ালরা ভবনে প্রবেশ করে। তাদের সঙ্গে প্রবেশ করে ঘোড়ার গাড়ীর বহর এবং হাতি।

ছবি: শোয়েব মিথুন

এবারও চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন বসুন্ধরা কিংস পুরুষ দলের কোচ অস্কার ব্রুজোন। সব প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলতে চান বলে জানিয়েছেন তিনি, ‘এবার আমরা সবগুলো শিরোপাই জিততে চাই। গতবার আমরা হ্যাটট্রিক প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছি। এবারও আমরা নিজেদের জয়ের ধারা ধরে রাখতে চাই। প্রতিটি বিভাগেই আমাদের পর্যাপ্ত পরিমান খেলোয়াড় রয়েছে। শক্তিশালি বেঞ্চ রয়েছে। ইনজুরির সমস্যা হলেও দলে পর্যাপ্ত বদলি খেলোয়াড় রয়েছে। ’

এবার বসুন্ধরা কিংস নারী দলের কোচের দায়িত্বে রয়েছেন সৈয়দ গোলাম জিলানী। তিনি বলেন, ‘বসুন্ধরা কিংসের বর্তমান নারী দল দেশের অন্যতম শক্তিশালি দল। আমরা আগামী মৌসুমে জয়ের জন্য আশাবাদী। প্রতিটি টুর্নামেন্টেই আমরা শিরোপা জয়ের জন্যই মাঠে নামবো। ’

একনজরে বসুন্ধরা কিংস পুরুষ দল: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, মোহাম্মদ রেজাখানজাদে, তপু বর্মন, মো. টুটুল হোসেন বাদশাহ, মাসুক মিয়া জনি, মিগেল দামাসেনা, গোমেস নাসিমন্ত দোরিয়েলন্তন, রবসন রবিনহো, তৌহিদুল আলম সবুজ, বিশ্বনাথ ঘোষ, আতিকুর রহমান ফাহাদ, বিপলো আহমেদ, সোহেল রানা, রাকিব হোসেন, মো. সাদ উদ্দিন, সুলতান  আহমেদ, মো. মেহেদি হাসান, মো. মতিন মিয়া, শেখ মোরসালিন, হামিদুর রহমান রিমন, তারিক কাজি, সাব্বির হোসেন, মো. আতিকুজ্জামান, মো. মাহমুদুল হাসান কিরন, রিমন হোসেন, আসরর গফুরভ, সুমন রেজা।

ছবি: শোয়েব মিথুন

বসুন্ধরা কিংস নারী দল: রূপনা চামকা, শিউলি আজিম, শামসুন্নাহার, নারগিস সুলতানা, মাসুরা পারভিন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মোসা. মিসরাত জাহান মৌসুমি, তহুরা খাতুন, শ্রীমতি কৃষ্ণা রানী সরকার, সাবিনা খাতুন, আনাই মোগিনি, নিলুফা ইয়াসমিন নিলা, মারিয়া মান্দা, নাবিরান খাতুন, আঁখি খাতুন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার  জুনিয়ার, ইয়াসমিন আক্তার জবা, অ্যামি আক্তার, আনুচিং মোগিনি, সিরাত জাহান স্বপ্না, নাসরিন আক্তার, মারজিয়া, ইতি রানী, মিমি আক্তার, সুমাইয়া মাতসুসিমা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।