ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

চেলসিকে হারিয়ে ফের শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
চেলসিকে হারিয়ে ফের শীর্ষে আর্সেনাল সংগৃহীত ছবি

ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালেসের একমাত্র গোলে চেলসিকে তাদের ঘরের মাঠে হারালো আর্সেনাল। এই জয়ে শীর্ষে ফিরলো গানাররা।

 

প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার স্টামফোর্ড ব্রিজে ১-০ গোলে জিতেছে আর্সেনাল।  

এ মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা চেলসি আজও পারেনি বলার মতো কোনো আক্রমণ শানাতে। আর্সেনালও অবশ্য শুরুতে তেমন কিছু করতে পারেনি। অবশেষে ৬৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্সেনাল। বুকায়ো সাকার দারুণ কর্নারে বল জালে জড়াতে যাচ্ছিল। তার আগেই দূরের পোস্টে পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি চেলসি।

১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট আর্সেনালের। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চেলসি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।