ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

দুই দিনে দুই সংবর্ধনা পাচ্ছে সাফজয়ী মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
দুই দিনে দুই সংবর্ধনা পাচ্ছে সাফজয়ী মেয়েরা

সাফ শিরোপা জয় করে একের পর এক সংবর্ধনা পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। সেই ধারাবাহিকতায় আগামীকাল (৮ নভেম্বর) সাফ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিবে ঢাকা ব্যাংক।

এর পরের দিন (৯ নভেম্বর) সাবিনা-কৃষ্ণাদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আগামীকাল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হবে। অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক আয়োজনও। সাফজয়ী ফুটবলারদের সঙ্গে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এছাড়া আগামী ৯ নভেম্বর মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। সেদিন নিজ কার্যালয়ে সাফজয়ী ২৩ ফুটবলারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সময় কাটাবেন তাদের সঙ্গে। এছাড়া ফুটবলারসহ টিম ম্যানেজমেন্টের সঙ্গেও দেখা করবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।