ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

কিছুদিন পরই কাতারে বসতে যাচ্ছে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে।

 

বিশ্বকাপের এই দলে আছেন দুই অভ্জ্ঞি ফুটবলার দানি আলভেস ও গ্যাব্রিয়েল জেসুস। গত সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচের দলে ছিলেন না তারা। স্বাভাবিকভাবেই তাই কাতার বিশ্বকাপের দলে দুজনের থাকা নিয়ে সংশয় তৈরি হয়। তবে বিশ্বকাপে আলভেস ও জেসুস ফিরছেন।  

এ দুজন থাকলেও দলে নেই ফিরমিনো। লিভারপুল ফরোয়ার্ডকে নেননি তিতে। এবারের বিশ্বকাপের আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে। সেজন্য ১৪ নভেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে দলগুলোকে। তবে তিতে এত সময় নেই।  

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস) 

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), দানি আলভেস (পুমাস), থিয়াগো সিলভা (চেলসি), মারকুইনহোস (পিএসজি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমার (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (সেভিলা), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস) 

মিডফিল্ডার: ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকেটা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো) 

ফরোয়ার্ড: নেইমার জুনিয়র। (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), পেড্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল)

বাংলাদেশ সময় : ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।