ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু বসুন্ধরা কিংসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
জয়ে শুরু বসুন্ধরা কিংসের

কমলাপুর স্টেডিয়ামে আজ শুরু হয়েছে নারী ফুটবল লিগ। প্রথম ম্যাচে উত্তরা ফুটবল ক্লাব লিমিটেডকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।

ম্যাচে সাবিনা নিজে ১টি গোল করেছেন। অন্যটি করিয়েছেন কৃষ্ণা রানী সরকারকে দিয়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর দুই দিন পরই মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগ। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে ১২ দলের নারী ফুটবল লিগ।

প্রতিপক্ষের চেয়ে অনেক শক্তিশালী দল হলেও সাবিনাদের গোলের জন্য অপেক্ষা করতে হয়ে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত।  

ইনজুরি সময়ে দ্বিতীয় মিনিটে সাবিনার গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার।

এবারের লিগে অংশ নিচ্ছে ১২টি ক্লাব—বসুন্ধরা কিংস, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, এফ সি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, কাচারীপাড়া একাদশ উন্নয়ন সংস্থা, নাসরিন স্পোর্টস একাডেমী, সদ্যপুষ্কুরিণী যুব স্পোর্টিং ক্লাব, বরিশাল ফুটবল একাডেমি, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ ও উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।