ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ খেলা হচ্ছে না মানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
বিশ্বকাপ খেলা হচ্ছে না মানের

ইনজুরি সংশয় তাকে নিয়ে শুরু থেকেই ছিল। বলা হচ্ছিল, প্রথম ম্যাচে থাকবেন না সাদিও মানে।

কিন্তু শেষ অবধি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন সেনেগালের এই তারকা। বিষয়টি নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপে মানেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন সেনেগাল কোচ আলিয়ু সিসে। যদিও গত মঙ্গলবার দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, একাধিক ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বৃহস্পতিবার আবারও পরীক্ষা-নিরীক্ষায় করানো হয় মানেকে। চোট সারিয়ে তুলতে অবশ্যই অস্ত্রোপচার করাতে হবে বলে ধরা পড়ে। এমন হলে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে মানেকে। বিশ্বকাপ তাই শেষ হয়ে যাচ্ছে নিশ্চিতভাবেই।  

বায়ার্ন মিউনিখের হয়ে বুন্ডেস লিগার ম্যাচে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে খেলতে নেমে হাঁটুতে চোট পান মানে। সেদিন আর মাঠে নামতে পারেননি তিনি। শেষ অবধি এই চোটই মানেকে ছিটকে দিলো বিশ্বকাপ থেকে।

আগামী রোববার পর্দা উঠবে কাতার বিশ্বকাপের।

সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেনেগাল। মানের না থাকা নিশ্চিতভাবেই আফ্রিকান চ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কা।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।