ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালককে অতিরিক্ত দায়িত্ব প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালককে অতিরিক্ত দায়িত্ব প্রদান

ঢাকা: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালককে (শিক্ষা) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সাচিবিক দায়িত্ব পালনের জন্য রেজিস্ট্রারের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের আদেশক্রমে উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়।

এতে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালককে (শিক্ষা) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সাচিবিক দায়িত্ব পালনের জন্য রেজিস্ট্রারের সাময়িক দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।

তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।  

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩ 
আরকেআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।