ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: ফরিদপুরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২৫১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
ডেঙ্গু: ফরিদপুরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২৫১

ফরিদপুর: জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮ জনে।

মারা যাওয়া ওই নারী জেলার ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রামের মো. হাকিমের স্ত্রী ফুলমতি বেগম (৭৫)।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছে ২৫১ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৬৩ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৭০ জন। বর্তমানে হাসপাতালটিতে ৩৫৫ জন চিকিৎসাধীন।

জেলার হাসপাতালগুলোয় মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৭৫ জন। এর মধ্যে ১৫ হাজার ২৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।